
বরিশাল থেকে বাস চলাচল শুরু হলেও নৌপথে ঢাকার উদ্দেশ্য টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে যায় নি। কোটা আন্দোলনকারীদের ডাকা শাটডাউন চলাকালে সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা হয়।ফলে কয়েকদিন ধরে বরিশাল -ঢাকা রুটে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয়া হয়। আজও বরিশাল নদী বন্দর ঘুরে সরেজমিনে দেখা যায়, মানামী,সুন্দরবন ১৬,পারাবত ১১ এবং এ্যাডভেঞার ৯ নোঙ্গর করা।
লঞ্চ বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
সবারই কৌতূহল কবে আবার লঞ্চ চলাচল শুরু হবে? যাত্রী শুন্য পুরো পল্টন যে সময়ে যাত্রীর সগরমে ভরপুর থাকতো আজ তা পুরো ফাঁকা।লঞ্চ চলাচলের বিষয়ে বরিশাল নৌ বন্দরের উপ- পরিচালক আব্দুর রাজ্জাক বলেন শাটডাউন এবং চলমান কারফিউর কারনে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা সঠিক কোন সময় বলতে পারছিনা তবে যেহেতু পরিস্থিতি আগের চেয়ে ভালো হচ্ছে এবং ছাত্রদের দাবি মেনে নিয়েছে তাহলে দ্রুতই স্বাভাবিক পরিবেশে ফিরবো আমরা।










