
মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বৃহস্পতিবার মাগুরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ১৮ জুলাই বৃহস্পতিবার স্হানীয় সাংবাদিকের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও মাগুরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, সময় টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব শেখ ইলিয়াস মিথুন। প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মির্জা নাহিদ হোসেন এবং সি এন আই এর সিইও এন্ড হেড অফ নিউজ মোঃ জুয়েল আহমেদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয়। এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করে বিধায় সুশাসন প্রতিষ্ঠায় তথা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আর সাংবাদিকরাই হলেন এই মাধ্যমের মূল চালিকাশক্তি। তিনি আশা প্রকাশ করে বলেন যে, এই কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের দক্ষতার উন্নয়ন ঘটবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাঁরা আরও একধাপ এগিয়ে যাবে। তিনি আরে বলেন, জেলা প্রশাসন, মাগুরা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে সবসময় উৎসাহিত করে এবং একই সাথে এটাও আশা করে যে, মাগুরা জেলার সকল সাংবাদিকদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।










