
পঞ্চগড় জেলায় তেতুলিয়ায় উপজেলা বাংলাবান্ধা ইউনিয়নসহ জমি-সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষের কষ্ট দূর করতে তেঁতুলিয়ায় সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণের জন্য ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই ) সকালে তেতুলিয়া উপজেলা পরিষদে উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন তেতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। এসময় গণশুনানিকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদ হাসান তুহিন, তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সুজয় কুমার রায়,উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, উপজেলা ড়দ সাব-রেজিস্টার মোঃ সিরাজুল ইসলাম সহ সরকারী অফিসে অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। গণশুনানিতে তেতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউপির বিভিন্ন গ্রামের আগত সেবাপ্রার্থীর জমিসংক্রান্ত বিভিন্ন ভোগান্তির কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খান জানান দীর্ঘ ৩০ বছরেও ভূমি জটিলতার সমাধান হয়নি। ভূমি অফিসে গিয়ে দিনের পর দিন ধরনা দেন। অনেকের সামর্থ্য নেই । ,গণশুনানিতে ভূমি জটিলতার নিষ্পত্তি করা হবে। ২২ টি অভিযোগ পেয়েছি। জমি–সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে।










