
মাগুরার বর্তমান ডিসি আবু নাসের বেগ এই পর্যন্ত দুটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন আর তিনি এই দুটি পুরস্কারই গ্রহন করেছেন একই বছরে অথ্যাৎ ২০২৪ সালে।তাও আবার স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। প্রথমটি ছিলো ছাদ বাগানের উপর এবং দ্বিতীয়টি হলো শিক্ষা ব্যবস্হার উপর।
তিনি মাগুরার শিক্ষা ব্যবস্হাকে পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেক উচ্চতায় নিয়ে গেছেন।যার সুফল মাগুরার শিক্ষার্থীরা পেতে শুরু করেছে। তবে এর পাশাপাশি মাগুরাবাসীর মাঝে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে তা হলো কৃষি। ইদানিং অনককেই বলতে শোনা যাচ্ছ যে, আমাদের ডিসি আর একটি পুরস্কার পেলে হ্যাটটিক করবেন।এ ব্যাপারে কৃষিতে চ্যানেল আইয়ের পুরস্কার প্রাপ্ত মাগুরার গাংনালিয়া গ্রামের কৃষক আক্কাস আলী বলেন,” কৃষি খাতে আমার পুরস্কারের বিষয়টি সম্পূর্ণ ডিসি স্যারের অবদান। কাজেই আমি যেমন কৃষিতে পুরস্কার পেয়েছি তেমনি কৃষি খাতে ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ স্যারকেও পুরস্কার দেয়া উচিত। কেননা তিনি অনেক ক্ষেত্রে সরজমিনে এবং স্ব- শরীরে মাঠে এসেও কৃষি কাজ করেছেন এবং আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।যা আমার জীবদশায় আমি অন্য কাউকে করতে দেখিনি।” সবশেষে এখন মাগুরার কৃষকদের চাওয়া একটাই যেনো মাগুরার ডিসিকে কৃষিতে অবদানের জন্যও পুরস্কৃত করা হয়। তাহলে অদূর ভবিষ্যতে মাগুরার কৃষিখাত জাতীয় পর্যায়ে আরো বেশী ভূমিকা রাখতে সক্ষম হবে।










