
দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ৩ টায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি অডিটোরিয়াম থেকে , জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাবি,রাবি, মেডিকেলের সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। 
এসময় কোটাবিরোধী ও প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
এতে ঢাকা-ময়মনসিংহ সড়কের যাতায়াত বন্ধ হয়ে যায়।এ অবস্থায় শুধু অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াতের সুযোগ দেন বিক্ষোভকারিরা। বিক্ষোভের মধ্যে আসর নামাজের আজান দিলে, থানা মোড়ের বটতলায় সড়ক অবোরধ করে নামাজ আদায় করতে দেখা যায়। এসময় শিক্ষার্থীরা বলেন, হামলা মামলা করে সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। দাবি আদায় করেই ঘরে ফিরবো আমরা।










