
দেশব্যাপী কোটা আন্দোলনে উত্তাল পরিস্থিতি। বন্ধ রেলপথ, দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে যানবাহনেও ধীরগতি। এতে টঙ্গীসহ বিভিন্ন স্টেশন ও সড়কে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টায় টঙ্গী রেলওয়ে জংশন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, কলেজ রোড, মিলগেটসহ বিভিন্ন স্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে।
টঙ্গী রেলওয়ে জংশনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ও কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারসিন্দুর এক্সপ্রেস কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে।
টঙ্গী স্টেশনে অপেক্ষমাণ ময়মনসিংহের মশাখালীগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘কখন ট্রেন আসে জানি না।’
ঢাকাগামী যাত্রী তারু মিয়া বলেন, ‘তিন ঘণ্টা ধরে বসে আছি, ট্রেন নাই।’
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা জানান, ট্রেন চলাচল করছে না।
ঢাকায় সমস্যা থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। মহাসড়কে গণপরিবহনের দীর্ঘ সারি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উড়াল সেতুতেও গণপরিবহনের লম্বা সারি। সব রুটেই মানুষের মধ্যে আতঙ্কের ছাপ।
এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ভুরুলিয়া এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের শত শত শিক্ষার্থী রেলপথ অবরোধ করে মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন ও সড়কে গণপরিবহন চলাচল করছে না বললেই চলে।










