
কালীগঞ্জে শফিউল ইসলাম এর পরিবারের বিরুদ্ধে জমি জবরদখল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর ১ নং ওয়ার্ডের শফিউল ইসলাম, সুজন মিয়া, আবু বক্কর সিদ্দিক, নুর ইসলাম এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছেন।
জানা যায় ১২/০৭/২০২৪ অনুমান ৪টার দিকে উক্ত দখলীয় জমিতে ভুক্তভোগী টিনের চালা নির্মাণের সময় শফিউল ইসলামের পরিবার উক্ত জমি নিজের দাবি করিয়া বাধা নিষেধ করেন। এর একপর্যায়ে শফিউল ইসলামের নির্দেশে বাশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা, দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেন।তাদের আত্মচিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে আসেন তখন গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩/০৭/২০২৪ ইং তারিখে অনুমান ৩ ঘটিকায় শফিউল ইসলামের পরিবার মেডিকেলে প্রবেশ করে মারপিট করেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্ব রত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান এ বিষয়ে কিছু জানেন না তিনি। এ বিষয়ে ভুক্তভোগী আবুল হোসেন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।










