
প্রতিনিধি : খাদেমুল ইসলাম : পঞ্চগড় জেলায় তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা, সিপাইপাড়া পরিত্যক্ত একটি মর্টালশেল নিষ্ক্রিয় করেছে রংপুর ৬৬ পদাতিক ডিভিশন
বিশেষজ্ঞ সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। রবিবার (১৪ জুলাই)দুপুরে দিকে বাংলাবান্ধা সিপাই পাড়া বাজারে উদ্ধার
হওয়া মর্টার সেলটি ৫০ মিটার দূরত্বে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, , পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বাংলাবান্ধা বিওপি কমান্ডার শফিকুল ইসলাম জানান,গত রবিবার (২৩ জুন ) বাংলাবান্ধা সিপাইপাড়া বাজারে মর্টার শেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে স্থানীয়দের খবরের প্রেক্ষিতে সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।বিজিবি ও পুলিশের সহযোগিতায় সিক্স ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের টিমের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিব নেতৃত্বে ১২ জন সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল টিম দুপুর ২ টা ৮ মিনিটে সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করে। এ সময় মর্টার শেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমা ধ্বংস দেখতে এ সময় ওই এলাকার শতশত মানুষ ভিড় করে। এবিষয়ে কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিব জানান, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম শনাক্ত করে। মর্টারশেলটি মরিচা পড়ার কারণে এটার তৈরির বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
এব্যাপারে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, স্থানীয়দের কাছে পাওয়া মর্টারশেলটি বিজিবি তাদের ক্যাম্পের বাইরে সংরক্ষণ করেছিল। এটি আমদানি করা পাথরের সঙ্গে এসেছে বলে ধারণা করা হচ্ছে।










