
সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ভারতের তাঁবেদার সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ভারতের জন্য সবকিছু করতে পারে। এ জন্য তারা ১০ দফা গোলামি চুক্তি স্বাক্ষর করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, দেশপ্রেমিক জনতা জেগে উঠলে এদেশে তাঁবেদার সরকার টিকে থাকতে পারবে না।
পীর সাহেব চরমোনাই আরও বলেন ৷ দেশ অশ্চিয়তার দিকে ধাবিত হচ্ছে। কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার সুযোগ নেই। তিনি কোটা আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভাবেশের সভাপতিত্ব করেন মুহাম্মাদ ইমরান হুসাইন ৷ উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মাদ আল আমিন আল হুসাইনি, মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ ।










