লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী উনিয়নে, আনুমানিক ২০০ পিচ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।
(১০ জুলাই রোজ বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলা মাজনুন্নাহার মায়া
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নেতৃত্বে একটি অভিযানিক দল বড়বাড়ি বাজারে অভিযান চালিয়ে অবৈধ এ কারেন্ট জাল জব্দ করেন। জব্দকৃত ২০০ পিচ কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য এক লক্ষ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার , মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী মুকুল ও নাজমুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়ে ফেলা হয়।