বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর ঈদুল আজহার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৮ ই জুলাই সোমবার নগরীর ভাটিখানা বাজারের সম্মুখে সৈয়দ কনভেনশন হলে এই মিলনমেলার আয়োজন আয়োজন করা হয়। বিকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো সকল সদস্যদের পরিচিতি পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারি ও কুইজ পর্ব। এছাড়া সদস্যদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং খিচুড়ির আয়োজন করা হয়।উক্ত আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন ২০১৭ সাল থেকে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন বরিশালে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি ঈদে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে এমন আয়োজন করা হয়। ধন্যবাদ সবাইকে সকল সদস্যদের শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থাকার জন্য। ঈদ পুনর্মিলনী উপলক্ষে কেউ এসেছেন পরিবার নিয়ে কিংবা প্রিয়জনদের নিয়ে। তবে তরুণ শ্রেণীর উপস্থিত ছিলো বেশী।পরিবার নিয়ে আসা প্রিয়া রহমান বলেন লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিটি কার্যক্রম আমাকে মুগ্ধ করে তাই অনুষ্ঠানের আয়োজন দেখেই চলে এসেছি সত্যিই খুব ভাল লাগছে অংশ নিতে পেরে।ধন্যবাদ জানাই পারভেজ ভাইকে এমন একটা পরিবার তৈরি করার জন্য ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকুক এই অনুরোধ রইলো।