
নেত্রকোনা বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়নের বাহাদুরপুর বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
উপজেলা চিরাম বাহাদুরপুর বাজারে ১৫০ টি পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেন। এছাড়াও ৪০ জন কৃষককে ৪০ প্যাকেট গো-খাদ্য দেয়া হয়।২০২৪-২৫ অর্থ বছরে বন্যা, নদী ভাঙ্গন, ঘুর্নিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি/ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে জিআর চাল, শুকনো খাবার ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।এছাড়া নেত্রকোনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ খান, সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুকদার, বারহাট্টা থানার এসআই সুমন মিয়াসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। আপনারা শান্তিপ্রিয় ভাবে ত্রাণের ব্যাগগুলো গ্রহন করবেন। আমরা গাড়ি ভর্তি মালামাল নিয়ে এসেছি। এর পরও যদি কেউ বাকী থাকেন কোন চিন্তা করবেন না। আমি জেলা থেকে আবার ত্রাণের ব্যবস্থা করবো।
চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান চৌধুরী বলেন, ১৫০ জনকে ১ ব্যাগ করে চাল ১ ব্যাগ করে শুকনো খাবার সহ ৪০ জনকে গো-খাদ্যও দেয়া হয়েছে। বাহাদুরপুর এরিয়াতে বন্যার আক্রমণ বেশি হলেও প্রতিটি ওয়ার্ডে দেখে দেখে কয়েক জনকে ত্রাণ দিয়েছি এবং কিছু প্যাকেট আমি ইউনিয়ন পরিষদে এসে কয়েকজনের মাঝে বিতরণ করেছি।










