তথ্য প্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিং কাজ করে সফল হয়েছেন ভোলা জেলার হাসিবুর রহমান
Spread the love

তথ্যপ্রযুক্তির কল্যাণে ঘরে বসে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আয় করার সবচেয়ে সহজ ও অন্যতম পদ্ধতি হচ্ছে ‘ফ্রিল্যান্সিং। বর্তমানে ঘরে বসেই নিজের ক্যারিয়ার তৈরি করেছে টেকনিক্যাল হাসিব নামে এই যুবক। বলছিলাম ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার উত্তর বাঠামারা গ্রামের মোঃ আনোয়ার চৌধুরীর ছেলে মোঃ হাসিবুর রহমান ( টেকনিক্যাল হাসিব)  সে ভোলা সরকারি কলেজ থেকে H.S.C পাস করে  বর্তমানে ভোলা ইউনিভার্সিটি এ পড়াশোনা করছে । এবং পাশাপাশি ইউটিউবার ও ফ্রিলান্সার টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছেন  মাত্র অল্প বয়সেই ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে যোগ্য করে তুলেছেন এবং ভালো অংকের টাকাও আয় করেছেন। ২০১৬ থেকেই তিনি বিভিন্ন ধরনের কাজ খুঁজতে থাকেন অনলাইনে। এবং সবশেষে ফেসবুক পেজ এবং ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করেন এবং ২০২০ সালের দিকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিছু গ্রুপেও কাজ শিখে এবং মানুষকে বিনামূল্যে হেল্প করা শুরু করে, সে এখন পর্যন্ত ১ হাজার + ফেসবুক আউডি রিকভারি করে দিয়েছে মানুষকে এবং বিভিন্ন হ্যাক পেজ রিকভারি করে দিয়েছে এবং ফেসবুক পাবলিক ও প্রাইভেট গ্রুপ রিকভারি করে দিয়েছে! এবং সোশ্যাল মিডিয়ায় রিলেটেড অনেক ধরনের কাজে মানুষকে হেল্প করেছে। সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সোশ্যাল মিডিয়ায় রিলেটেড অনেক কাজে সে পারদর্শী। এখন সে ফেসবুক পেজ আর ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করতাছে। তিনি সুযোগ পেলে নাটক ইন্ডাস্ট্রি তে কাজ করবে বলে জানান ।

তাকে এই পর্যন্ত আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখনও রাত জেগে পরিশ্রম করে কাজ করতে হয়। শুরুর দিকে পরিবারের সাপোর্ট না পেলেও এখন তারা তাকে নিয়ে গর্ব করেন।
শুরুর দিকে বন্ধু বান্ধব ভাই ব্রাদার ট্রল বা হাসাহাসি করলেও এখন যেকোনো অনলাইন রিলেটিভ কোন সমস্যার সম্মুখীন হলে সব প্রথম তার সাথে যোগাযোগ করে তা সমাধান করে নেয়, এবং এখন বন্ধু বান্ধব ও তাকে নিয়ে গর্ব করে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা অনেকেই সামাজিক মাধ্যম গুলোতে অনেক সময় ব্যয় করি। এই সময়টুকু যদি নতুন কিছুতে ব্যয় করি তাহলে আমরা আমাদের স্বপ্নের চেয়েও বহুদূরে এগিয়ে যাওয়া যাবে। বর্তমান সময়ে বহু ফ্রি রিসোর্স, ভিডিও টিউটোরিয়াল, ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, ওয়েবসাইট ম্যাকিং, ই-বুক, ব্লগ আর্টিকেলকে কাজে লাগিয়ে মানুষ সহজেই নতুন কিছু শিখতে পারে এবং আয় করতে পারে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে পারলে চাকরির পেছনে দৌড়াতে হবে না। যে কেউ নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন কিংবা ফ্রিল্যান্সিং এ গড়ে তুলতে পারবেন সুন্দর ক্যারিয়ার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31