
বাগেরহাটের বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকার আবু দাউদ শেখ (৪৫) এবং তার স্ত্রী সোহেলী আক্তার লাকি (৩৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে নিহত দম্পতির কলেজপড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস ঘুম থেকে উঠে বাবা-মার ঘরে ঢুকে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্ম’হত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃ’ত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত আবু দাউদ শেখ বৈটপুর ফকিরডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ও নিহত সোহেলী আক্তার লাকি আবু দাউদ শেখের স্ত্রী। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস একাদশ শ্রেণিতে এবং ছেলে মো. আল কাইয়ুম ৭ম শ্রেণির শিক্ষার্থী। এদিকে একসঙ্গে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামছে না নিহত দম্পতির ছেলে-মেয়েদের। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবু দাউদ শেখ ও তার স্ত্রী’র মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে মৃ’ত্যুর সঠিক কারণ জানা যাবে।










