
মৌসুমি বায়ুর প্রভাবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। যার প্রেক্ষিতে আজ (০২ জুলাই ২০২৪ খ্রিঃ) বিকেলে পাহাড় ধসের জন্য চিহ্নিত বিভিন্ন ঝূঁকিপূর্ণ পাহাড়ী এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় পাহাড়ী ঝূঁকিপূর্ণ এলাকায় বসবাসরত নাগরিক যারা এখনো নিরাপদ স্থান অথবা আশ্রয় কেন্দ্রে যাননি তাদের দ্রুত নিরাপদ স্থান অথবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানান।
তিনি বলেন, এই দূর্যোগের সময় জীবনের মূল্য সবচেয়ে বেশি। তাই আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রাকৃতিক দূর্যোগে বিচলিত না হয়ে ধৈর্য ধরতে হবে। এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয়, পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভিউ: ৩২৮










