
সিরাজগঞ্জের শাহজাদপুরে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাষ্টের অর্থায়নে নির্মিত ২১তম ওজু খানা হস্তান্তর করা হয়েছে। ইতি মধ্যেই মানুষের জন্য কাজ করে যাওয়ায় আলোচিত হয়েছে এই সংগঠনটি।তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। জানা যায় সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়নের চিথুলিয়া গ্রামের বাইতুর নুরী জামে মসজিদের জন্য ২১ তম ওজু খানা টি তারা নির্মাণ করে দেন। মানবিক সংগঠন প্রচেষ্টা সবার জন্য শাহজাদপুর এর পরিচালক মোঃ শাহবাজ খান সানির তত্ত্বাবধানে এই মসজিদের ওজু খানা নির্মাণ করা হয়। এই গ্রাম টি চরাঞ্চলে হওয়ায় মসজিদ থাকলেও ওজু খানা না থাকায় নামাজের সময় মুসুল্লিদের টিউবওয়েলে ওজুর করা কষ্ট হয়ে যেত। পরে মানবিক সংগঠন প্রচেষ্টা সবার জন্য শাহজাদপুর তাদের মানবিক কাজের ধারাবাহিকতায় এই মসজিদের জন্য ওজু খানা নির্মাণ করে দেওয়া হয়। মানবিক সংগঠন প্রচেষ্টা সবার জন্য শাহজাদপুর এর পরিচালক মোঃ শাহবাজ খান সানি নিজে উপস্থিত থেকে ও এই এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ কে সঙ্গে নিয়ে ওজু খানা টি উদ্বোধন করে দেন। ওজু খানা টি পেয়ে এলাকাবাসী ও মুসুল্লিরা অনেক খুশি হয়।পরে তারা নতুন ওজু খানায় ওজু করে ও নামাজ পরে এই সংগঠনটির সাথে সম্পৃক্ত কর্মিবৃন্দ ও যারা এই কাজের জন্য অর্থ দিয়ে সাহায্য ও সহযোগিতা করে ও হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা হয়।










