
শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকারের নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এর উপস্থিতে সমগ্র ইউনিয়নের ১০ টি প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে: পারকুলা সরঃ প্রাথঃ বিদ্যাঃ, পাইকপাড়া সরঃ প্রাথঃ বিদ্যাঃ, কালিদাসপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, জগন্নাথপপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, রেল জগন্নাথপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, শ্রী-রামপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, চর শ্রী-রামপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, বলরামপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, ডম্বলপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, আসাননগর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, ও মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে: পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যাঃ, জে.এস মাধ্যমিক বিদ্যাঃ এবং স্কলার মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী যেমন: ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, স্ট্যাম্প তুলে দেন। পাশাপাশি চুয়াডাঙ্গা জেলায় এবারের গ্রীষ্মকালে প্রচন্ড তাপদহের কারনে জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার নির্দেশক্রমে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে রোপণের জন্য ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে ইউএনও স্নিগ্ধা দাস বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন অত্যাধিক। তাই শিক্ষকদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করানোর জন্য অনুরোধ করেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আসাদুল হক মিকাকে বৃক্ষরোপণ ও তার পরবর্তি পরিচর্যার ব্যপারে পরামর্শ প্রদান করেন।ক্রীড়া সামগ্রী ও চারাগাছ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সামাদ, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং ১৩ টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।










