
ফরিদপুরের সালথার কৃষকরা এখন পাট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সকলের একটাই দাবি করেন যে আমরা সময়মতো পানির অভাবে পাট কাটতে পারতেছি না এখন ভরা মৌসুম খাল বিল নদী নালা থাকবে পানিতে ভরা। কিন্তুু তা নেই দেশে, বৃষ্টি না হওয়ার কারণে পানির সংকটে ভুগছে সালথার সাধারণ মানুষ। তাদের কপালে একটাই চিন্তার ভাঁজ করেছে যে দেশে যদি পানি না হয় তাহলে আমাদের যে গর্ব ছিল। যে সোনালী আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর এই দাবিটা হয়তোবা আর ধরে রাখা যাবে না কারণ ফরিদপুরসহ সালথায় হাজার হাজার জমিতে হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে সেটা এখন পানির অভাবে জমিতে মরে যাচ্ছে , সালথার এক কৃষক বলেন পানি না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় গর্ত করে পাট ভেজানোর চেষ্টা চালাচ্ছি। আমরা অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন মমতাময়ী নেত্রী শেখ হাসিনার যেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তারই ধারাবাহিকতার মধ্যে পার্ট হচ্ছে অন্যতম একটি জিনিস সেটা হলো পাটের চাষ, তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এখন আমাদের পানির প্রয়োজন আপনি যেভাবে পারেন যেখান থেকেই পারেন আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন তাই ভারত থেকে হোক অথবা অন্য কোন রাষ্ট্র থেকে এটা আমাদের ফরিদপুর বাসির দাবি।
গণমানুষের দাবি পাশাপাশি আমাদের ফরিদপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরী, উত্তরসরি আমাদের এমপি জনাব শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি মহোদয়ের নিকট একটাই দাবি আপনি ফরিদপুরের সুইচগেট খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন তাহলে আমরা পানি হয়তো পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ, কৃষক মোঃ মাফু শরীফ বলেন পানি না থাকার কারণে আমাদের ভোগান্তির কোন শেষ নেই।










