কালিয়াকৈরে ১৫ কোটি টাকার বনের জমি উদ্ধার
Spread the love

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুলোয়া রংপুরেরটেক এলাকায় রোববার দুপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বনবিভাগ। এ উচ্ছেদ অভিযান চালিয়ে বনবিভাগের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও উচ্ছেদ অভিযান সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ভুলোয়া এলাকায় চন্দ্রা বিট অফিসের আওতায় কতিপয় লোকজন বনবিভাগের প্রায় তিন একর জমি জবর দখল করে। পরে তারা সেখানে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে। স্থানীয় দালাল চক্র ও বনবিভাগের কিছু অসাধু বনপ্রহরীদের যোগসাজসে ঐ জমি জবর-দখল করা হয়। এর বিনিময়ে ঐ অসাধু বনপ্রহরী ও দালাল চক্রের মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে বার বার বনবিভাগের জবর দখল হওয়া জমি ছেড়ে দেওয়ার তাগিদ দেয়। কিন্তু জবর-দখল কারীরা বনবিভাগের দখলকৃত জমি ছেড়ে দিচ্ছিল না। এসব জমি উদ্ধারে রোববার দুপুরে উক্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বনবিভাগ। কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রা, মৌচাক, বোয়ালী, রগুনাথপুরসহ বিভিন্ন বিট অফিসের বিট কর্মকর্তা ও ষ্টাফগন। অভিযান চালিয়ে উক্ত এলাকার নির্মানাধীন ১৩টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ১৫কোটি টাকার মুল্যের বনবিভাগের জমি উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, দখলকৃত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ১৫ কোটি টাকা। এছাড়া অচিরেই অভিযান চালিয়ে পর্যায়ক্রমে পূর্বচান্দরা, মাটিকাটা রেইললাইনসহ আশপাশের বনবিভাগের জমি উদ্ধার করা হবে। তিনি আরও জানান, আমাদের এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31