
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই উক্তিকে সামনে রেখে মাগুরা জেলা সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ” দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ে কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ করা হয়।
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে প্রকল্প পরিচলকের কার্যালয়,সমবায় অধিদপ্তর ঢাকা এর আয়োজনে ও মাগুরা সদর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় মাগুরা এর বাস্তবায়নে ৩০ জুন রবিবার সকাল ১১.৩০ টার সময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে,বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা প্রাণী সম্পদ অফিসার ড. মিহির কান্তি বিশ্বাস, জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুর ই আলম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মোট ১০০ জন সমবায় সদস্যেদের মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকা করে সর্বোমোট ১ কোটি ৬০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম। প্রধান অতিথি মোহাম্মদ আবু নাসের বেগ তার বক্তব্যে বলেন “আপনাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে আপনাদের মাঝে এই ঋণের চেক প্রদান করা হচ্ছে। কাজেই আপনাদের কাজ হবে যে কাজের জন্য চেক দেয়া হচ্ছে সেই কাজটুকু গুরুত্ব সহকারে সঠিক ভাবে করা, তাহলে একদিকে যেমন আপনাদের উন্নয়ন ঘটবে অপরদিকে সরকারও এর সুফলb ভোগ করবে।আর এভাবেই একদিন মাগুরা জেলা আরো উচ্চতায় পৌছে যাবে”। সবশেষে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।










