
৪নং ইউনিয়নের ইউপি সদস্য জয়দেব চন্দ্র ঘোষ, একটি মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে কাউখালী উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করলেন।
পিরোজপুর কাউখালী উপজেলাধীন ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়দেব চন্দ্র ঘোষ, ৩০ জুন রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত ভাবে মানব চক্রের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন, তিনি বক্তব্যে বলেন- আমি একজন সহজ সরল প্রকৃতির মানুষ এলাকাবাসী আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, কিছুদিন পূর্বে একটি প্রতারক চক্র আমাকে ভুল বুঝিয়ে প্রবাসের লোভ দেখিয়ে সুদূর প্রবাস সৌদি আরব নিয়ে মোটা অংকের বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রথমে ৫ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে বিভিন্ন খরচের তালবাহানা করে আরও ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরে সৌদি আরব কর্মস্থলে নিয়ে যান। এমনকি কোন কাজ না দিয়ে জিম্মি করে অমানুষিক নির্যাতন করে দেশের বাড়ি থেকে আরও টাকা আনতে বলে,তা না হলে নির্যাতন সহ মেরে ফেলার হুমকি প্রদান করে। সেখানে পিরোজপুর জেলা সহ বরগুনা, রাজশাহী, কুমিল্লা জেলার অন্তত শতাধিক লোককে তিনটি রুমে আটকে নির্যাতন করেন, যাহার বর্ণনা অত্যন্ত কষ্ট ও বেনাদায়ক। বিভিন্ন সময়ে নির্যাতন শেষে বাড়ি থেকে আরও টাকা আনার দাবি করে। নির্যাতন শেষে আমাদের সে ধরনের কোন খাবার দেয়া হতো না এমনকি হাটু গেড়ে বসে ঘুমাতে হতো,আমি সহ্য করতে না পেরে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করি, অতঃপর আমার ছোট ভাই জয়ন্ত এর কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে প্লেনের টিকিট কেটে জিম্মিদের অগোচরে দেশে পাঠিয়ে দেয়। আমার মত অনেকেই ধার-কর্য,লোন এবং জমিজমা বিক্রি করে স্ত্রী সন্তান মা-বাবাকে রেখে বিদেশে এসে এ সকল পাচারকারীদের কাছে জিম্মি আছে, অনেকেই অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়। তিনি বলেন এসকল প্রতারক কাউখালী উপজেলা সহ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করে মানুষকে ভুল বুঝিয়ে লোভ দেখিয়ে অতঃপর বিদেশে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করে। তিনি আরো বলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ প্রশাসনের কাছে বিষয়টি তদন্তের মাধ্যমে মানব পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থার অনুরোধ জানান। অতঃপর এসকল মানব পাচারকারীর সাথে জড়িতদের নাম ও ঠিকানা প্রকাশ করেন -মোঃ নজরুল ইসলাম, রওশন আরা বেগম, তানিয়া বেগম, রেজাউল ইসলাম সুমন ইন্দুরকানি উপজেলা এবং মোঃ রুবেল খান, মনি বেগম কাউখালী উপজেলা।










