দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমার জীবন গেলেও পিছপা হব না -এমপি মুজিবুর রহমান সিআইপি
Spread the love

বাঁশখালীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা জনসমুদ্রে পরিনত হয়েছে। এমপি মুজিবুর রহমান সিআইপির নেতৃত্বে আজ (২৯ জুন) শনিবার বিকেলে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এই প্রোগ্রামের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত উক্ত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর এমপি আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (অর্থ) আবদুর রাজ্জাক, সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরী, মাস্টার শামসুল আলম, ডাক্তার ফররুখ আহমদ ফারুক, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস ছরওয়ার সুমন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, আওয়ামী লীগ নেতা শ্যামল দাশ, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, আবুল হোসেন ভুট্টো, জাহেদ আকবর জেবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর আরিফ মঈনুদ্দিন, দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা আতাউল করিম আতিক, সাবেক ছাত্রনেতা শাহাদাত ফারুক, এ্যাডভোকেট আলমাগীর কবির, আবুল ওয়াদুদ লেদু, আইন কলেজের সাবেক ভিপি রায়হানুল হক, যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, মাহমুদুল ইসলাম, নুর হোসেন, আলমগীর কবির, আকবর আহমদ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এমপি মুজিবুর রহমান সিআইপি বলেন, কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না এমনকি আমিও যদি দুর্নীতি করি ভূল করি আমার বিরুদ্ধেও আপনাদের কথা বলতে হবে। এক সময় বাঁশখালীতে দুর্নীতি অনিয়মের উৎসব ছিল আমি এমপি নির্বাচিত হয়ে দুর্নীতির উৎসবের লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছি। আমি দু্র্নীতির বিরুদ্ধে কথা বলে এমপি নির্বাচিত হয়েছি। এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে আমাকে যদি রক্তও দিতে হয় আমি পিছ পা হব না। তিনি আরো বলেন, অনেকে মাইক পেয়ে আজেবাজে কথা বলেন, তাদের হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন অনিয়ম দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি উদহারণ দিয়ে বলেন, আমি নতুন পাগল নয়; পুরান পাগল। দুর্নীতি অনিয়ম বন্ধ করে বাঁশখালীকে শান্তির আবাসস্থল গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশ ও শোভাযাত্রা ঘিরে বাঁশখালী উপজেলা সদরে ৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। কয়েক ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায় বাঁশখালী উপজেলা সদর।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31