আলমডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
শনিবার (২৯ জুন)চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পৌর পশুহাট এলাকার
লাল ব্রিজ সংলগ্ন মেসার্স কাশেম ফল ভাণ্ডার ও আল্লার দান হোটেলের এ জরিমানা করা হয়।
অভিযান সুত্রে জানা যায়, আলমডাঙ্গার প্রান কেন্দ্র লাল ব্রিজ মোড়ে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা হলে মুল্য তালিকা না থাকার কারণে মেসার্স কাশেম ফল ভান্ডার কে ৫ হাজার টাকা এবং মেসার্স আল্লার দান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনার করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ এবং সহযোগী এনামুল হক, আলমডাঙ্গা পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর মাহাফুজ আহমেদ (রানা), সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশের সঙ্গীয় ফোর্স। সহকারি পরিচালক সজল আহমেদ জানান জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।