
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে শনিবার (২৯ জুন) বেলা ২টার দিকে উপজেলার খাসকররা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না হোসেন খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির মণ্ডলের ছেলে
স্থানীয় ইউপি সদস্য মিল্টন প্রামাণিক জানান, শনিবার দুপুরে মুন্না ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে উপজেলার খাসকররা বাজারে যান। কাজ সেরে বাড়ি ফেরার পথে কারিগরপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরকে ওভারটেক করতে যান তিনি। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মুন্না সড়কের ওপর ছিটকে পড়লে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাক্টরটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










