
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা যাহা কবিরাজ তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষ নামে পাতা কে টেনে আনেন,প্রতিবছরের মত এ বছরেও গাইবান্ধা সদর উপজেলা মদনের পাড়ায় আয়োজন করেছেন। এই পাতা খেলা দেখার জন্য ছোট থেকে সব ধরনের লোকেরা এই খেলা উপভোগ করার জন্য বা দেখার জন্য এসেছেন,এই পাতা খেলা কে উদ্দেশ্য করে পুরো এলাকায় যেন আনন্দের মুখরিত তাই তো বিভিন্ন এলাকায় থেকে তান্ত্রিক আসেন তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষরূপী পাতাকে মাঠের মাঝখান থেকে টেনে নিয়ে আসেন তাদের কাছে তাই তো বিভিন্ন তান্ত্রিকরা তন্ত্র মন্ত্র ধারা প্রতিযোগিতা করেন,গাইবান্ধা সদর সহ বিভিন্ন এলাকার দল উপস্থিত থাকেন এতে করে দর্শনার্থী অনেক খুশি তারা বলেন প্রতি বছরে এরকম আয়োজন হলে আমরা অনেক আনন্দিত হব, এই খেলাটি তন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে দিয়ে যে পাতাকে আনতে পারবে ও পয়েন্ট বেশি পাবে সেই দলকে বিজয় ঘোষণা করা হবে।










