
পিরোজপুর কাউখালী উপজেলায় পিরোজপুর ২ আসনের সাবেক এমপি ও (মন্ত্রী) আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর দল থেকে ২ শতাধিক নেতাকর্মী আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন।
অদ্য ২৯ জুন বিকাল ৪ঃ৩০ ঘটিকার সময়, কাউখালী দক্ষিণ বাজার টল সেট ঘরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার পাঁচটি ইউনিয়নের দায়িত্বশীল নেতা কর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন।
ইতিপূর্বে পিরোজপুর -২ সংসদ নির্বাচনের পূর্বক্ষণে জাতীয় পার্টির জেপির উপজেলা সভাপতি আবু সাঈদ মিয়া (মনু) তার সমর্থিত প্রায় ২০০০ হাজার নেতা কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বর্তমান এমপি মহিউদ্দিন মহারাজের সমর্থনে জেপি থেকে পদত্যাগ করেন। বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে অসুস্থতায় দলের দিক নির্দেশনা ও ভবিষ্যৎ না থাকায় কাউখালী উপজেলার দায়িত্বশীল জেপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সিদ্ধান্তক্রমে আনুষ্ঠানিক ভাবে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন।
যে সকল নেতাকর্মীরা পদত্যাগ করলেন- উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল আমিন, সহ-সভাপতি বজলুর রহমান নান্নু সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হাসান জুয়েল, জাতীয় পার্টির জেপির নেতা মিজানুর রহমান, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সভাপতি নুরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জয়দেব সমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, ৩নং ইউনিয়নের সভাপতি ডা: মতিউর রহমান, ২নং আমরাজুড়ি ইউনিয়নের সভাপতি ইউ পি সদস্য জাকির হোসেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে
নেতা কর্মিরা বলেন- বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জুর দল জেপির অনুপস্থিতিতে কাউখালী উপজেলায় কোন উন্নয়ন ও জনগণের কল্যাণে এবং ভবিষ্যতে কাজে আসবেনা বলে আমাদের ধারণা, যেহেতু আমরা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনীতি করি, ভবিষ্যতেও যাহারা উপজেলার রাজনৈতিক দায়িত্ব নিয়ে নেতৃবৃন্দের মূল্যায়ন ও এলাকার উন্নয়ন সহ মানুষের কল্যাণে কাজ করবে আমরা তাদের সাথে একাগ্রচিত্তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।










