
পিরোজপুরের ইন্দুরকানিতে পূর্ব শত্রুতার ঝের ধরে পরিকল্পিতভাবে গতকাল রাতে ১জন কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ২৮ জুন (শুক্রবার) অনুমানিক রাত ৯ঃ৩০ এর সময় পিরোজপুর জেলার সদর উপজেলাধীন এডভোকেট হুমায়ুন মঞ্জিল এর সামনে,কালীবাড়ি রোডে মো.শাহারুল শেখ(৫৫) কে বাড়ি যাওয়ার পথে কথিত (১) কামরুল, (২)তুহিন সিকদার, (৩) মিজান সিকদার, (৪) নুর আলম, (৫) শাহিন শিকদার,(৬) মামুন শিকদার, (৭) শরিফুল শেখ, (৮) শহীদ শিকদার সর্ব সাং -লাহোরী, ঝনঝনিয়া,শংকরপাশা, ইন্দুরকানি সহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে পরিকল্পিতভাবে রামদা ও দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে ভিকটিমের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন(প্রায়),ডান হাতের আঙ্গুল বিচ্ছিন্ন, হাটু,মাথা ও পিঠে মারাত্মক জখমের শিকার হন। তাহার সহিত থাকা নগদ টাকা আনুমানিক ২,০০০০০৳ (দুই লক্ষ) বিবাদীগণ ছিনিয়ে নেন। ভিক্টিম মো: শাহারুল শেখ ইন্দুরকানি উপজেলার লাহোরি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত: তৈয়ব আলী শেখ এর পুত্র।পরবর্তীতে ভিকটিমের শোরচিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাহাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থান থাকলেও পিরোজপুর ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগণগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










