
কক্সবাজারের চৌফলদন্ডী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৫ এবং র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চৌফলদন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ১। মোঃ জাকারিয়া মন্ডল (১৯), পিতা- আব্দুল ওহাব, ইসলামপুর, জামালপুর, ২। মোঃ নিয়ামত উল্লাহ (২১), পিতাঃ মোঃ নুরুল আমিন, বোরহান উদ্দিন, ভোলা ও ৩। মোঃ ওজায়ের (১৯), পিতাঃ ইদ্রিস আলী, সোনাগাজী, ফেনী’দেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরীর ম্যানুয়াল (১০টি বই, ২৯টি লিফলেট, ০১টি ডায়েরী, ০২টি মাদ্রাসা পরিচয়পত্র, ০২টি এনআইডি, ০১টি এন্ড্রয়েড ও ০১টি বাটন মোবাইল এবং নগদ ৪,৫৯০/-টাকা)।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৫ এবং র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জ*ঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, আনসার আল ইসলাম মতাদর্শী ‘আস-শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহসহ দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ গ্রুপটি পার্শ্ববর্তী একটি দেশ হতে পরিচালিত হচ্ছে এবং এ সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক ৮৫ থেকে ১০০ জন










