
বরিশালে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস পরিবারের পক্ষ থেকে খুব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব ২০২৪ পালিত হয়েছে। ২৮ শে জুন শুক্রবার বার বিকাল ৫ ঘটিকায় বরিশাল নগরীর কাজীপাড়া দারুসসুন্নাত হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়। এসব ছাত্রদের মাঝে মৌসুম ভিত্তিক ফল প্রদান করা হয়।এ সময়ে শিশুদের মাঝে বিভিন্ন ফল খাওয়ানো হয় এসব ফলের মধ্যে ছিলো আম,কাঁঠাল, আনারস,জামরুল,লটকন,কলা,পেয়ারা ও ড্রাগন ফল অন্যতম।প্রায় শতাধিক শিশুদের মাঝে এই ফল বিতরন করা হয়।২০১৭ সাল থেকে বরিশালে এই আয়োজন করে আসছে এই সংগঠনটি। মৌসুম ভিত্তিক ফল খাওয়া থেকে সমাজের এই শিশুরা বঞ্চিত তাই একটু প্রশান্তির জন্যই এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা এবং এই সামাজিক কার্যক্রম ধারাবাহিক ভাবে বহাল থাকবে বলে জানিয়েছেন লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার। তিনি আরো বলেন, আমরা সামর্থ্যনুযায়ী চেষ্টা করেছি শিশুদের মৌসুমি ফল খাওয়াতে। কার্যক্রম সফল করতে যারা সার্বিকভাবে সহোযোগীতা প্রদান করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। দারুসসুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষক নুরে আলম দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং সকল সদস্যদের জন্য দোয়া করেন । উক্ত আয়োজনে উপস্হিত ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,শাহেদ বিল্লাহ,মুহাইমিন ইসলাম শুভ,
রাহুল,মিরাজ,কাওসারসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।










