মহাদেবপুরে হাসপাতালে বিনা খরচেই সিজারিয়ান ও নরমাল ডেলিভারি হচ্ছে।
Spread the love

নওগাঁর মহাদেবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এখন বিনা খরচেই করা হচ্ছে গর্ভবতী মায়েদের সিজারিয়ান ও নরমাল ডেলিভারি। গ্রাম থেকে আসা অধিকাংশ মায়েরাই নরমাল ডেলিভারিতে আগ্রহী। সংশিস্নষ্ট বিভাগের ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের মিলিত প্রচেষ্টায় দিন দিন এখানে নরমাল ডেলিভারি বাড়ছে।

স্থানীয়রা জানান, গ্রামের বেশিরভাগ মায়েরা মনে করেন যে, সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি ক্লিনিকগুলোতে ভালো সেবা পাওয়া যায়। ক্লিনিকগুলোতে দামি দামি মেশিনও রয়েছে বলে তাদের ধারণা। কিন্তু এখন বেসরকারি ক্লিনিকের চেয়ে সরকারি হাসপাতালেই মিলছে ভালো সেবা। সবরকম দামি মেশিনও রয়েছে এখানে। বরং অনেক বেসরকারি ক্লিনিকে গর্ভবর্তী মায়েরা আসলেই একশ্রেণির দালাল নানা প্রলোভন দেখিয়ে তাদেরকে নরমাল ডেলিভারির বদলে সিজারিয়ান ডেলিভারি করতে চাপ প্রয়োগ করেন। তাদের কারসাজিতে সিজারিয়ান করার সময় কোন কোন প্রসুতির মৃতু্যসহ নানা জটিলতা দেখা দেয়। এনিয়ে নানা বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। এতে সাধারণ গরীব ঘরের মায়েদের হিসেবের অতিরিক্ত টাকা খরচ হওয়ায় বেকায়দায় পড়তে হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা খরচে নরমাল ডেলিভারি করার বিষয়টির ব্যাপক প্রচার করা প্রয়োজন বলে সংশিস্নষ্টরা মনে করেন। তাহলে একসময় বেসরকারি ক্লিনিক ও দালালদের অপতৎপরতা কমবে। এখানে প্রয়োজন হলে সিজারিয়ান অপারেশনও করা হয়। এজন্য সংশিস্নষ্টদের কোন খরচ দিতে হয়না।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম জানান, গতমাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৮৪টি ডেলিভারি সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে নরমাল ডেলিভারি ৬২টি ও সিজারিয়ান ডেলিভারি ১২টি। চলতিবছরের প্রথম পাঁচ মাসে মোট ৩৩৯টি ডেলিভারি হয়। এরমধ্যে নরমাল ২৭৯টি ও সিজারিয়ান ৬০টি। গত জানুয়ারি মাসে নরমাল ৫৫ ও সিজারিয়ান ১২, ফেব্রম্নয়ারি মাসে নরমাল ৫২ ও সিজারিয়ান ১২, মার্চ মাসে নরমাল ৫২ ও সিজারিয়ান ১২, এপ্রিল মাসে নরমাল ৫৮ ও সিজারিয়ান ১২ ডেলিভারি সম্পন্ন করা হয়। তিনি বলেন, প্রতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের সোমবার সিজারিয়ান অপারেশন করা হয়। এছাড়া নরমাল ডেলিভারি হয় যেকোন সময়। এজন্য কোন খরচ নেয়া হয়না। তবে সিজারিয়ানের ক্ষেত্রে স্বল্পমূল্যের কিছু ডেলিভারি সামগ্রী কিনতে হয়।

ডা: খুরশিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞ ডা: মেফতাহুল জান্নাত ও গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা: রুবি আকতার সিজারিয়ান অপারেশন করে থাকেন। এছাড়া এখানে কর্মরত ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ নরমাল ডেলিভারি কাজে সহায়তা করেন। এক্ষেত্রে ডব্লিউএইচও বিশ্ব সাস্থ্য সংস্থা এর স্ট্যান্ডার্ড অপারেশন প্রোসিডিউর এসওপি অনুযায়ী যথাযথ সেবা দেয়া হয়। এই হাসপাতালে গর্ভবতী মায়েদের সেবাদানের জন্য একটি এএনসি এন্টি নেটাল কেয়ার সেন্টার খোলা হয়েছে। সংশ্লিষ্টদের সহাযোগিতায় সেখানে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী সেবা দেয়া হয়। এর মাধ্যমে তারা সার্বক্ষণিক সেবা পেয়ে থাকেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31