
বাগেরহাট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন-কে রাখালগাছি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজীর নেতৃত্বে সকল ইউপি সদস্যগণ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান-কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রিজিয়া পারভিন।
ভিউ: ৩৪৭










