মাগুরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রানা আমির ওসমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (তদন্ত)মোঃ পিয়ার উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন"যারা ইসলাম বিক্রি করে খেতে চায় আমরা তাদের সাথে থাকবোনা।আমরা তাদের সাথেই থাকবো, যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়।এই সমাজটা সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে আপনাদের সহযোগিতা লাগবে।এজন্য আপনাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।আসুন সবাই মিলে এই সন্ত্রাস ও জঙ্গিাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াই। তাহলে আমাদের বিজয় হবেই হবে।" অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা জেলার সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান সহ জেলার সকল ইমাম ও ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত পাঠদান সমূহের সকল শিক্ষক/ শিক্ষিকাগন।