
”মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলা কর্তৃক বিশ্ব মাদকবিরোধী দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে মাদক বিরোধী দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মোনায়েম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক মোঃ আবু সাঈদ। যুব ফোরাম খুলনা বিভাগের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান। আলমডাঙ্গা শেফা ক্লিনিকের মেডিকেল অফিসার, ডাক্তার আবু সালেহ মোঃ ইমরান।আলমডাঙ্গা মারকাজুত তাহফিজ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ কারী মোহাম্মদ মোরশেদ আলম।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বৃন্দ। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য রাখেন। তারা বক্তব্যে যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার উপদেশ দেন।এছাড়াও বক্তারা মাদক ব্যবহারের শারীরিক ও মানসিক ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে আমাদের আগামীর ভবিষ্যত যুবসমাজ আজ ধ্বংসের মুখে, এর থেকে পরিত্রাণ পেতে হলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ব্যাপকভাবে গণসচেতনতা গড়ে তুলতে হবে, সেই সাথে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। প্রশাসনকে আরও সচেতন ও জোরালো ভূমিকা পালন করতে হবে।
বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতা ও লটারির আয়োজন করা হয়। উক্ত আয়োজন শেষে আগতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সর্বশেষ যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার পক্ষ থেকে আগত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান লিমন।










