গাইবান্ধা সদর উপজেলা ১১ নং গিদারী ইউনিয়নে কাউন্সিল বাজারে পাবলিক টয়লেট ডাস্টবিনে পরিণত হয়েছে। হচ্ছে না কোন সংস্কারের কাজ বা মেরামতের কাজ বছরের পর বছর এভাবে পড়ে আছে পাবলিক টয়লেট টি ব্যবহার করা হচ্ছে না এই টয়লেট টি ২০১১-১২ অর্থবছরে নির্মাণ কাজ শেষ করা হয়,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ইউনিসেফের এর অর্থায়নে সার্বিক সহযোগিতায় পাবলিক টয়লেট ও পানি ব্যবস্থা করেন। কিন্তু কিছুদিন এই টয়লেট ব্যবহার হলেও পরে আর ব্যবহার করা হয় না সেখানে অনেক ধরনের ময়লা আবর্জনা ফেলে রাখা হয় এতে করে এলাকার ক্ষতি হয় বলে যারা স্থানীয়রা, হোসেন নামে এক ব্যক্তি বলেন পাবলিক টয়লেট টি যদি ব্যবহার করা হতো তাহলে আমাদের সবার জন্য উপকারিত হত কেননা আমরা বাজারে আসলে অনেক সময় সমস্যা হতে পারে কিন্তু বাজারে পাবলিক টয়লেট থেকেও কোন লাভ হয় না এতে করে চরম দুর্ভাগে পড়তে হয় আমাদের। এলাকার বাসি আরো বলেন গিদারীর রাজধানী আমাদের কাউন্সিল বাজার এই বাজারে এই পাবলিক টয়লেট পড়ে আছে কোন সংস্থার বা মেরামত করার কাজ করা হচ্ছে না এখন এই বাজারের সুনাম নষ্ট হচ্ছে বিলম্ব হয়ে যাচ্ছে এই বাজারটি যে বাজার রাজধানী হিসেবে পরিচিত লাভ করে সেই বাজারে এই অবস্থা ডাস্টবিনে পরিণত হয়েছে টয়লেটটি মলমূত্র ময়লা আবর্জানা ইত্যাদি অনেক কিছু পেলিয়ে দূষিত করেছে বাজারে আশে পাশে থাকা বাড়িগুলোতে থাকতে পারছে না দুর্গন্ধে
এমনটি জানিয়েছেন এলাকাবাসী, এই টয়লেটির ভিতরে সাইডে ফাটন দেখা দিয়েছে ইট খুলে পরে আছে যেকোনো সময় বিপদ হতে পারে। কেউবা বলেন ভূতের বাড়ি হিসেবে পরিণত হয়েছে এই টয়লেট টি।