হিজলায় যুব নবজাগরন সেচ্ছাসেবী সংগঠনের ফ্রী রক্ত গ্রুপ নির্নয় ক্যাম্পিং
Spread the love

আজ ২৫/৬/২০২৪ই রোজ মঙ্গলবার বরিশালের হিজলা উপজেলার হিজলাগৌরব্দীতে মোহাম্মদ রাকিব হাসান ও আবু সায়েদের নেতৃত্বে, ফ্রীতে রক্ত গ্রুপ নির্নয়ের ক্যাম্পিং করেন, যুব নবজাগরন সেচ্ছাসেবী সংগঠন ৷

সংগঠনের প্রতিষ্ঠাতা মিজান বিন হামযা সাংবাদিকদের বলেন ৷ যুব নবজাগরন সেচ্ছাসেবী সংগঠন বিগত ২-৩ বছর ধরে জনগনের সেবায় নিয়োজিত রয়েছে ৷ আজ আমাদের ২০০+ রক্ত গ্রুপ নির্নয় হয়েছে আমরা গত ২৪/৫/২০২৪ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতি পেয়েছি ৷

তিনি আরও বলেন ৷ কোন লোক অসুস্থ হলে সাথে সাথে রক্ত ম্যানেজ করে দেওয়া, এবং অসহায়দের সাহায্য সহযোগিতায় যুব নবজাগরন সেচ্ছাসেবী সংগঠন সর্বদা নিয়োজিত ৷ যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন সর্বদা ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারেন এই কামনাও করেন তিনি ।

ক্যাম্পিংয়ে উপস্থিত ছিল ৷ যুব নবজাগরন সেচ্ছাসেবী সংগঠেন পরিচালক ও নবনির্বাচিত হিজলা উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম মাহিম ৷ সোহাগ হোসেন সোহাগ, হেলাল উদ্দিন হেলাল , মোহাম্মদ কোভিদ মীর, সাইফুল মজুমদার, মোঃ মিরাজ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, ইমাম হাসান, আবুল বাশার, আবিদ ইসলাম ইমন, আরিফ ইসলাম ইমন, আরিফ বিন ইসলাম, সাদিক হাবিব সহ অন্নান্য সদেস্য বৃন্দ ৷

সার্বিক সহযোগিতা করেন ৷ ভীষণ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, রেমেডি মেডিকেল সার্ভিস সেন্টার,সান ডায়াগনস্টিক সেন্টার, ও একতা ডায়াগনস্টিক সেন্টার ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31