
বিয়েতে গাছ উপহার! শুনতে কিছুটা অবাক লাগলেও এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে লক্ষ্মীপুরের রামগতির বন্ধু মহল ফাউন্ডেশন। ২০ জুন বৃহস্পতিবার, রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের নবদম্পতি মোঃ ইব্রাহিম খলিল ও আখি আক্তারকে বেশ কিছু ফলজ বলজ ও ওষুধি গাছ উপহার দিয়ে উক্ত সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বন্ধু মহল ফাউন্ডেশনের সাবেক সভাপতি ওসমান গনি, বর্তমান সাধারণ সম্পাদক ডা: জমির আলী এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী শিবলী হাওলাদার সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে মাস ব্যাপি এ কর্মসূচীর মাধ্যমে কয়েকটি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় তারা গাছ রোপন করবেন। সংগঠনটির ৯ জন প্রতিষ্ঠাতার মধ্যে, প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আলম বাপ্পি জানিয়েছেন,
২০০৭ সালে স্থানীয় যুবকদের নিয়ে আজাদনগর এলাকায় বন্ধু মহল ফাউন্ডেশন এন্ড স্পোর্টিং ক্লাব স্থাপিত হয়। স্হানীয়দের সাথে কথা বলে জানা গেছে যে সংগঠনটি আরো বহু সামাজিক কাজ করে থাকে। যেমন নলকূপ স্থাপন, অসহাদের মাঝে ছাগল বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, কুরবানির মাংস বিতরণ, অসুস্থ এবং গরীবদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানসহ নানান সামাজিক কাজ করে থাকেন। এছাড়াও তাদের রয়েছে একটি বন্ধু মহল পাঠাগার নামে একটি সমৃদ্ধ লাইব্রেরী যেখানে বই প্রেমীরা বিনামূল্যে বই পেতে পারে। সংগঠনের সভাপতি এ বি এম শহিদুল ইসলাম বলেছেন, এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। এদিকে বিয়েতে ব্যতিক্রমি উপহার গাছ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন বর ইব্রাহিম খলিল। তিনি জানান, উপহারের গাছগুলো তিনি তার নববধূকে সাথে নিয়ে রোপণ করবেন।










