স্মার্ট বাংলাদেশ ২০৪১":সাংস্কৃতিক অভিযাত্রা বিষয়ে মাগুরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ২৪ জুন সোমবার সন্ধ্যা ৭ টায় মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ জেলার সাংস্কৃতি প্রেমী অনেক শ্রোতা উপস্থিত ছিলেন। মাগুরা জেলা কালচারাল অফিসার মোঃ জসিমউদদীন এর সার্বিক দিক নির্দেশনায় মাগুরা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ গান সহ বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপনা পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে তোলেন।ফলে আশা করা যায় আগামী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন দেশ বিদেশে ব্যাপক পরিচিত ও প্রসার লাভে সক্ষমতা অর্জন সহ বাংলার সাংস্কৃতিকে সুউচ্চ স্তরে পৌঁছে দিতে সক্ষম হবে। ইতিমধ্যে মাগুরা জেলা প্রশাসক বৃক্ষ রোপণ ও শিক্ষায় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরার পদক পেয়ে মাগুরাকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছেন।সকলের ধারনা সাংস্কৃতিক কর্মকান্ডেও মাগুরা জেলা আগামীতে দেশ সেরা হবে।সবশেষে বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার প্রাপ্ত শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।