
জয়পুহাটের আক্কেলপুর থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে আটক করেছে র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ি গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারী মূলহোতা জাহিদুল ইসলাম (৩৩), নওগাঁ জেলার বদলগাঁছী থানার পূর্ব খাদাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবুল কালাম (৪০) ও পশ্চিম খাদাইল গ্রামের আজিজুল হকের ছেলে রিপন হোসেন (৩০) এবং আক্কেলপুর ঘোষ পাড়া এলাকার শ্রী রণজিৎ ঘোষের ছেলে শ্রী বণিক ঘোষ(৩৮) কৌশলে পালিয়ে যায়। আজ দুপুরে জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল গতকাল রাতে জেলার আক্কেলপুর কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃতরা আক্কেলপুর কলেজ বাজার এলাকায় পর্ণগ্রাফি চক্রের মূলহোতা জাহিদুলের নেতৃত্বে তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিক্সে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ ওসি নয়ন জানান।










