গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের মিলনায়তনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের অভিষেক ও প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সাংসদ ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাওছার আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) রজত বিশ্বাস।উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধানগণ। সমন্বয় সভায় উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং মহিলা মেম্বারগণ ও পৌরসভার মেয়র, কমিশনার বৃন্দ।
সভার শুরুতে, মাননীয় মন্ত্রী, উপস্থিত চেয়ারম্যান মেম্বারদের নাম পরিচয় জানতে চান। উপস্থিত সমন্বয় সভায় বক্তব্য পেশ করেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম সরকার, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিবুর রহমান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আজাদ। গণমাধ্যম কর্মীদের পক্ষে বক্তব্য পেশ করেন সাংবাদিক আরিফ হোসেন খোকন। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, তার বক্তব্যে উল্লেখ করেন, জনগণের কাছাকাছি থাকা সরকারের প্রতিনিধি ওয়ার্ডের মেম্বারগন। আমি তাদের নিয়ে কালিয়াকৈর উপজেলাকে, মডেল উপজেলা হিসেবে পরিণত করতে চাই। মডেল ও স্মার্ট উপজেলা গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রয়োজনীয় উপকরণ চেয়ে সর্বাত্মক সহযোগিতা পেতে, মাননীয় মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা চেয়ারম্যান। মাননীয় মন্ত্রী, কালিয়াকৈর উপজেলাকে মডেল ও স্মার্ট কালিয়াকৈর গড়ার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী তার বক্তব্যে মেম্বার চেয়ারম্যানদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী,পরবর্তী কার্যক্রম গুলো ঠিকঠাক মতো পালন করার নির্দেশ প্রদান করেন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের একসাথে সমন্বয় করে, কালিয়াকৈর এর উন্নয়ন করতে উপজেলার সমস্ত কর্মকর্তাদের নিষ্ঠারসাথে কাজ করার পরামর্শ প্রদান করেন । সরকারের সমস্ত নির্দেশনা অনুযায়ী উক্ত উপজেলার উন্নয়ন বাস্তবায়নে সার্বিক কাজে প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ। পরিশেষে উপস্থিত সকল চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা সাংবাদিক ও নির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন প্রধান অতিথি।