
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ বছর পূর্তি- প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (২৩ জুন) বিকালে রেল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর একান্ত সহকারি এইচ এম শাহীন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরিদা খানম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল-ওশান সহ বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে তা শেষ হয় এবং পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।










