কক্সবাজারের উখিয়া পালংখালী স্টেশনে প্রকাশ্য দিবালোক টমটম গাড়ীর এক নারী যাত্রীর ইয়াবা ছিনতায়ের ঘটনা ঘটেছে। ২১ জুন জুমাবার সকাল ৮ টার দিকে পালংখালী স্টেশনের চৌরাস্তার মোড়ে ঘটেছে এঘটনা। প্রতক্ষদর্শীও স্টেশনে আগত বিভিন্ন লোজনের বরাত দিয়ে জানাযায়,টমটমগাড়ীটি পালংখালী বটতলী এলাকা থেকে ছেড়ে এসে একজন নারী যাত্রী নিয়ে স্টেশনের চৌরাস্তার মোড়ে পৌছা মাত্র ৩/৪ জনের একদল সশস্ত্র ছিনতাই কারী একজন নারী যাত্রীর সাথে ধস্তাধস্তি ও টানা হেচড়ায় লিপ্তহয়। বট তলী এলাকার ডজন মামলার আসামী সাহাব উদ্দিন প্রকাশ সোনামিয়া ও তার আপন মামা রুস্তম আলী এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তাদের সাথে যুক্ত হল স্বয়ং টমটম চালক ও।প্রত্যক্ষ দর্শীরা আরো জানায়,সাহাবউদ্দিন প্রকাশ সোনামিয়া ৩০ হাজার, রুস্তম আলী ৩০ হাজার ও টমটম চালক ১০ হাজার সহ মোট ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট ছিনতাই হয়। প্রকাশ্যদিবালোকে এঘটনা পুরো পালং খালী স্টেশনের মানুষ কে ভাবিয়ে তুলেছেন। এবং লোকজন কে বলতে শুনাযায়,দেশে কোন আইনের শাসন নেই, থাকলে প্রকাশ্য দিবালো কে এমন কাজ করে পার পেতনা।
এঘটনায় যারা জড়িত তাদের আইনে আওতায় আনার দাবী উঠেছে। পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন প্রকাশ্য দিবা লোকে এঘটনা পুরো পালংখালী বাসী কে বদনামের ভাগী করেছে,আমিএর দৃস্টান্তমূলক শাস্তি চাই। এব্যাপারে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেছেন অনেকের কাছ থেকে ঘটনাটি শুনেছি,তদন্তসাপেক্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।