
২৩ শে জুন বিকেলে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, কালিয়াকৈর বাস টার্মিনালে,বিশাল জনসভা এবং র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে পালিত হয় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মাননীয় সাংসদ ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ, ক, ম, মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির।জনসভা সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন,মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার। পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অংগ সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী। প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগের জন্ম ইতিহাস তুলে ধরেন এবং সকল কে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।জনসভা শেষে নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে র্যালীটি শেষ হয়। বংগবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন শেষ হয়।










