পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে দেশী জাতের নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক, রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের আওতায় বিনামূল্যে নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)'র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশের স্বাগত বক্তব্য'র মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। এসময়ে রোপা আমন উফশী ৪২২৫ জন কৃষকের মাঝে বীজ ৫ কেজি বীজ ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি করে প্রদান করা হয়। এছাড়াও ৫০০০ জন কৃষককে ৫ টি করে চারা দেওয়া হবে।