
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া গরীব দুস্ত অসহায়দের ৯মন চাল হিজলা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইয়াসিন সাদেক সরেজমিনে গিয়ে হরিনাথপুর বাজারে ভাই ভাই বেকারীর গোডাউন থেকে জব্দ করে। পরে জব্দকৃত চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এর নিদের্শে উপজেলা সহকারী ভুমি কমিশানারের হেফাজতে নিয়ে যাওয়া হয় । জানাযায় মাননীয় প্রধানমন্ত্রী গরীব দুস্ত অসহায় জনগোষ্ঠীর জন্য ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল উপহার দিয়েছেন । গত শনিবার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি চাল বিতরণ করছেন। তখন ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে ৯ মন চাল নিয়ে ভাই ভাই বেকারীর গোডাউনে রাখেন । এ বিষয়ে গোডাউনের মালিক আব্দুর রহমান জানায় ঈদের আগের দিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না পেয়ে এ চাল আমার গোডাউনে রাখেন। ইউপি সদস্য সায়েদ বেপারী জানায় গত সপ্তাহে ইউনিয়ন পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সেখানে ৫ জন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল। তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের চাল ভাই ভাই বেকারীর গোডাউনে মালিক আব্দুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি। উপজেলা সহকারী ভুমি কমিশনার ইয়াসিন সাদেক বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি গোডাউনে রাখা হয়েছে ।তখন প্রশাসন নিয়ে চাল জব্দ করে নিয়ে আসি।










