কাউখালীতে যুব সমাজের উদ্যোগে তরুণদের সালাত কায়েমের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও পুরস্কার বিতরণ
Spread the love

কাউখালীতে যুব সমাজের উদ্যোগে তরুণদের সালাত কায়েমের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
পিরোজপুর কাউখালী উপজেলায় কেউন্দিয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে ১৯ শে জুন বুধবার আসর নামাজ বাদ,কেউন্দিয়া জামে মসজিদে ১০-২০ বছর বয়সী তরুণদের নিয়মিত মসজিদমুখী সালাত কায়েম ও উদ্বুদ্ধ করনের লক্ষ্যে প্রায় ২০০ তরুণদের জামাতে উপস্থিতি প্রতিযোগিদের নিয়ে মাওলানা মোঃ মুঈন উদ্দিন এর সভাপতিত্বে ও আ: ওহাব এর সঞ্চালনায় উপস্থিত ১০জনকে ১ম পুরস্কার বাইসাইকেল,২য় পুরস্কার ৫০ জনকে চার্জার লাইট ও কোরআনুল কারীম এবং ৩য় পুরস্কার ১০০ জনকে টস লাইট প্রদান করা হয়। এলাকাবাসী ও মুসল্লীগণ এ ধরনের আয়োজনকে স্বাগত জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31