
মেয়ের প্রার্থী রফিকের সমর্থকদের উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকদের হামলা। আহত ৫ জন।
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুলের জগ প্রতীকে গণসংযোগ ও প্রচারণাকালে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক আইয়ুবের নেতৃত্বে অতর্কিত হামলা করে অন্তত ৫ জনকে কুপিয়ে জখম করার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে ।বুধবার বিকালে উপজেলায় কলাতলি এলাকায় জগ প্রতীকে প্রচারণাকালে এমন হামলার ঘটনা ঘটে।
এর বিচার চেয়ে কেন্দুয়াস্থ বাগানবাড়ি এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনকালে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক অভিযোগ করে বলেন,
আমার প্রতিপক্ষ দেওয়ান আবুল বাশার বাদশা কাঞ্চনের পুতুল প্রার্থী। একজন প্রভাবশালীর এজেন্ডা বাস্তবায়নে বাদশা আমার নির্বাচনী প্রচারণায় প্রতিদিন নানাভাবে বাঁধা,হুমকী,হামলা দিয়ে আসছে। আজ বিকালে কলাতলি এলাকার নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসী আইয়ুব তার বাহীনি দিয়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। ৫ জনকে কুপিয়ে জখম করে। এতে আমার ১০ জন আহত হয়। এসব বিষয়ে তাৎক্ষণিক কাঞ্চন পুলিশ ফাঁড়িকে জানালে ঘটনাস্থল থেকে আমার লোকজনকে উদ্ধার করে। তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয় ।আমি জানতে চাই এখানে যে জুলুম অত্যাচার করা হচ্ছে তা কি প্রশাসন জানে না?
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট কারা করছে, কেন করছে সব কাঞ্চনবাসী জানে। সুষ্ঠু ভোটের পরিবেশ করে দিন। জগ প্রতীক বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ।










