
পিরোজপুর কাউখালী উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো ঈদুল আযহার জামাত।
অদ্য ১৭ই জুন সোমবার সকাল ৭:৩০ মিনিটের সময় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্বতঃস্ফূর্তভাবে ভাবে উপজেলার বিভিন্ন মহল্লা মসজিদ থেকে আগত মুসল্লিদের নিয়ে ঈদুল আযহার জামাত আদায় করা হয়। উক্ত জামাতের ইমামতি হিসেবে দায়িত্বে ছিলেন, খতিব মোঃ খলিলুর রহমান (উপজেলা জামে মসজিদ) নামাজের পূর্বে কোরবানির সম্পর্কে বিস্তারিত হাদীস আলোচনা ও যবেহ পশুর রক্ত বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন সম্পর্কে বর্ণনা করা হয়, নামাজ ও খুতবা শেষে উপস্থিত সকলের মঙ্গল কামনায় এবং মুসলিম জাহানের শান্তি কামিয়াবির জন্য দোয়া করেন। অতঃপর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা বক্তব্য শেষে সালাম বিনিময় এবং কোলাকুলি করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, ইউনিয়ন চেয়ারম্যান গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মুসল্লীগণ। প্রতিবারের ন্যায় এ বছরেও ঈদের নামাজ শেষে মুসল্লিদের জন্য শরবত ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।
নদীকুল সংলগ্ন ঈদগাহ ময়দান মাদ্রাসা ও কবরস্থানের মনোরম পরিবেশের জন্য উপস্থিত সকলে উপজেলা পরিষদ ও প্রশাসনের প্রশংসা করেন।










