শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার সময় বড়জালিয়া ইউনিয়নের ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলিউদ্দিন তপাদারের বিরুদ্ধে
বরিশালের হিজলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেট ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার অভিযোগ করেন ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় কর্মচারী মোঃ ইউনুস ও বরিশালের রাজ মেস্তরী হাফিজ সিকদার।
সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের গেট ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার স্থানীয় ভাবে জানা যায় ৷ হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে তপাদার মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসী রয়েছে। ফার্মেসীর সামনে খোলামেলা থাকলে রোগী বেশি হবে বলে এ গেট ও দেয়াল ভাঙ্গা হয়েছে বলে অনেকের অভিমত। ক্ষমতার অপব্যবহার করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে ও জানান।
এ বিষয় অলিউদ্দিন তপাদার বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ নির্মাণের কাজ চলছে আমি তা দেখতে গিয়েছি। গেট ও দেয়াল ভাঙ্গার বিষয় আমি জানি না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুল ইসলাম কাওছার বলেন দেয়াল ও গেট ভাঙ্গার অনুমতি আমি দেইনি, তবে এ দৃশ্য সিসিটিভি ফুটেজে আছে সে অনুযায়ী আমি উদ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবো।তাদের পরামর্শ নিয়ে মামলা করবো কারণ এটাই হলো বড় সাক্ষী ।