আগামী সোমবার উদযাপিত হতে যাচ্ছে মুসলমান ধর্ম অবলম্বীদের দ্বিতীয় সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। প্রতিবছর সারা বিশ্বে কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের সামর্থ্য অনুযায়ী শ্রেষ্ঠ পশু কোরবানি করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন , তারই ধারাবাহিকতায় খুলনায় ইতিমধ্যে জমে উঠেছে খুলনা জেলার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট,
এই হাটটি খুলনা সিটি কর্পোরেশনের পরিচালনায় প্রতিবছরই নগরীর জোড়া গেইট
কাঁচা বাজারের মাঠে সাত দিনব্যাপী এই হাট হয়। এই কোরবানির পশুর হাট টি খুলনার মানুষের কাছে
জোড়া গেট পশুর হাট নামে পরিচিত। এই হাটটি খুলনা সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হওয়ায় খুলনা জেলার মধ্যে সব থেকে আধুনিক ও নিরাপত্তা সম্পন্ন হাট এটি, প্রতিবছরই এ হাটে লক্ষ লক্ষ কোরবানির পশু বিক্রয় হয়।
এবং হাটটি পরিষ্কার পরিচ্ছন্ন ও অত্যাধুনিক নিরাপত্তা সম্পন্ন হওয়ায় বিক্রেতা ও ক্রেতাদের কাছে এ হাটটি পশু করায় ও বিক্রয়ের একটি অন্যতম স্থান হয়ে উঠেছে। ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটে পশু ক্রয় বিক্রয় হয়। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব তালুকদার আব্দুল খালেক এর সার্বিক তত্ত্বাবধায়নে
এ হাটটি পরিচালনা করে খুলনা সিটি কর্পোরেশন। খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ রফি উদ্দিন কে সভাপতি ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইফতেখার হোসেন চালু
কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে এ হাট পরিচালনা করা হচ্ছে।