দ্রব্য মূল্যের লাগামহীন বাজারে আমদানি করা ফলের দামও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আগে কেউ কারো বাড়িতে বেড়াতে গেলে বা অসুস্থ কাউকে দেখতে গেলে বিভিন্ন ধরনের ফলমূল কিনে নিয়ে যেতো। কিন্তু এখন আর সেই দিন নেই। বাজারে ফলের এত বেশি দাম যে কেনা তো দুরের কথা দাম শুনতেও ভয় লাগে।
জয়পুরহাটের রেলগেটে অবস্থিত ফলের দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, আঙুর (লাল) ৪৪০ টাকা , আঙুর (সাদা) ৪০০ টাকা কেজি, আপেল ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি, কমলা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা কেজি, মালটা ৪০০ টাকা, আনার ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা, ড্রাগন ১৮০ টাকা থেকে ৩০০ টাকা, নাসপতি ৩২০ টাকা, খেজুর রকমভেদে ২৫০ টাকা থেকে ১২০০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। আমের সিজন শেষ হলেও কিছু আম পাওয়া যাচ্ছে যেগুলো ৩০০ টাকা কেজি বিক্রয় হচ্ছে।তবে বাজারে দেশীয় ফলের দাম কিছুটা কম আছে। দেশী মাল্টা ৮০ টাকা, পেয়ারা ৫০ টাকা, কলা ৫০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। আর কদবেল সাইজ ভেদে ৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রয় হচ্ছে।
ফল কিনতে আসা সাহিদা বেগম জানান, তার ভাই অসুস্থ হয়ে হাসপাতা